
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভি এফ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে পুলিশের গুলিতে মায়ের কোলে থাকা দেড় বছরের এক শিশুর মাথা ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকতা নূর-ই-আলম।
নিহত আশা (১৮ মাস) উপজেলার মিরডাঙ্গী গুচ্ছ গ্রাম বাজার এলাকার বাদশাহ মিয়ার মেয়ে। বুধবার (২৭ জুলাই) ভোট গণনা শেষে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পুলিশের গাড়িতে নিয়ে আসার সময় ভোট কেন্দ্রের ৩০০ গজ দুরে কালুগাঁও মহেষপুর বেলবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভি এফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে ভোটের ফলাফল নিয়ে মেম্বার প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছোঁড়ে। সে সময় শিশুটির মা দূর থেকে বিষয়টি দেখতে এগিয়ে গেলে মায়ের কোলে থাকা ১৮ মাসের শিশু আশা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু মারা গেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এ সময় দুর্ঘটনাটি ঘটে।