
বিখ্যাত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূনও নির্মাতা হিসেবে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন। এবার ভৌতিক ওয়েব সিরিজ পরিচালনা করলেন তিনি। তার পরিচালিত ওয়েব সিরিজটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। শিরোনাম ‘পেটকাটা ষ’।
‘পেটকাটা ষ’কে বলা হচ্ছে অ্যান্থলজি সিরিজ। এর মধ্য দিয়ে একেবারে খাঁটি বাঙালি ভূতের গল্পের চরিত্র যেমন শাকচুন্নি, পিশাচ, পেত্নীদের নিয়ে হাজির হবেন নুহাশ।
সিরিজে থাকছে চারটি পর্ব- ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ এবং ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রতি বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।