নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী মেলা ও সকল অনুষ্ঠান মালা আজ সমাপ্ত হয়েছে।
উপজেলা প্রশাসন’র আয়োজনে নলছিটির ঐতিহ্যবাহী চায়না মাঠে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এতে প্রসাশন’র বিভিন্ন দপ্তরের উন্নয়নের কার্যক্রম তুলে ধরা হয়। ২৩ মার্চ বুধবার বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, প্রাথমিক শিক্ষা অফিসার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, সাংস্কৃতিক কর্মী অরবিন্দ পোদ্দার তপু, রিয়াজ হোসেন প্রমুখ।