Home খবর সারা বাংলা নড়াইলে ‘ঈদ উপহার’ বিতরণ করলেন যুবলীগ নেতা সরোয়ার

নড়াইলে ‘ঈদ উপহার’ বিতরণ করলেন যুবলীগ নেতা সরোয়ার

ফরহাদ খান, নড়াইল : এ সময় আরো উপস্থিত ছিলেন-নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকিত মোল্যা, বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মোল্যা, যুবলীগ নেতা নাদিম মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জুয়েল মোল্যা, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জামাল হোসেন জন, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়া খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম অন্তর, সহ-সম্পাদক নাইম কাজী, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পান্নু, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর আহম্মেদ, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাসসহ অনেকে।  

কাজী সরোয়ার হোসেন জানান, যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের আহবানে নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানা আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।

এদিকে এলাকার বিভিন্ন পেশার মানুষ জানান, কাজী সরোয়ার হোসেন ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সব সময়ই দলীয় নেতাকর্মী ছাড়াও গণমানুষের পাশে থাকেন। এছাড়া প্রতিবছর ঈদে বঙ্গবন্ধুর পরিবারের নামে কোরবানি দেন তিনি। তার মানবিক কার্যক্রম এলাকায় বেশ প্রশংসিত। # 

Exit mobile version