ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে এর সভাপতি সোহেল হায়দার চৌধুরীর বাবা এহতেশাম হায়দার চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মঙ্গলবার, ১০ মে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুরে নিজ বাড়িতে এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুবরণ করেন।
এহতেশাম হায়দার চৌধুরীর আরেক সন্তান দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরী।
দেশের দুই প্রখ্যাত সাংবাদিক সোহেল হায়দার চৌধুরী ও পাভেল হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুর খবরে শোকাহত তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। এহতেশাম হায়দার চৌধুরীর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান তথ্যমন্ত্রী।