মো.মুক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে মেট্টো প্রভাতী বাসের ধাক্কায় লায়লা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে
গতকাল শনিবার সকাল ৮টার দিকে পুরাতন চান্দগাঁও থানার হাজেরা তজু কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে নিহত লায়লা বেগম ওই এলাকার মৃত হারুনুর রশিদের স্ত্রী জানিয়ে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় উল্টো দিক
থেকে আসা মেট্টো প্রভাতীর একটি বাস লায়লা বেগমকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।