গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবক ও ব্যবসায়ীর জেল জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ এ দণ্ড দিয়েছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন বোকাইনগর ইউনিয়নের, ইয়ারপুর গ্রামের মো: ফজলুল হকের ছেলে মো: বাবুল মিয়া (২২) ও মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মো: মাসুদ করিম, তাদেরকে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করা হয়।
গাঁজা সেবন ও সংরক্ষণ করার অপরাধে মো: বাবুল মিয়া (২২) কে ১০ (দশ) মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড এবং মো: মাসুদ করিমকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৫৫০ গ্রাম গাঁজা ও উদ্ধারকৃত সরাঞ্জমাদী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ খ সার্কেলের চন্দন গোপাল সুর । উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহান কবির