গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ জুন) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গজারিয়া উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫০টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুক ,সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, উপজেলা শিক্ষা অফিসার, মনিকা পারভিন, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ,
সহকারী শিক্ষকগণ ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত নির্ধারিত প্রাথমিক বিদ্যালয় সমূহের মাঝে মডেম ও রাউটার বিতরণ করা হয়।