Home খবর সারা বাংলা গাইবান্ধায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে গতকাল সোমবার দুপুরে বালতির পানিতে পড়ে রিপা (১০ মাস) নামের এক শিশুর মুত্য হয়েছে।

নিহত রিপা মধ্য বেলকা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

জানা গেছে, বাড়ির ভেতরে টিউবয়েলের গোড়ায় গোসল করার জন্য পানি ভর্তি বালতির কাছে শিশু রিপাকে রেখে তার মা ঘরের মধ্যে গামছা আনার জন্য যায়। এসময় শিশুটি হামাগুড়ি দিয়ে বালতির পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মা এসে দেখতে পায় রিপা বালতির পানিতে পড়ে মরে রয়েছে।

Exit mobile version