Home খবর সারা বাংলা গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) অনূর্ধ-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনূর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ মে) বিকেলে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অতিরিক্ত

জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের

সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর

হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সিরাজুল ইসলাম প্রমূখ। খেলায় বালকে গোবিন্দগঞ্জ উপজেলা দল ১-০ গোলে গাইবান্ধা সদর উপজেলা দলকে পরাজিত করে এবং বালিকায় গাইবান্ধা পৌরসভা দল অনুপস্থিত থাকায় ফুলছড়ি উপজেলা দল ওয়ার্কঅভার পায়

Exit mobile version