মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়” এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সরকারের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্কুল গভর্নিং বডি সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে।
এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রবীন্দ্রনাথ রায় রবি, শিখা বোস ১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী শিখা বোস, উক্ত বিদ্যালয়ের গভঃ বডির সভাপতি আবু মোঃ সাঈদ হাসান লোমান প্রমুখ।
সভায় সর্বস্মতিক্রমে ব্যাচ ১৯৮১ শিক্ষার্থী প্রতিমা চৌধুরীকে আহবায়ক ও ব্যাচ ১৯৮২ শিক্ষার্থী সাইদা ইয়াসমিন রুপাকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ- এ কে এম মুসা আপেল ব্যাচ -৮১, মোঃ আব্দুল কাইয়ুম রনজু ব্যাচ-৮১, প্রফেসর কাজী শফিকুর রহমান ব্যাচ -৮২, সুলতান আহমেদ ব্যাচ -৮২, সাইদুল আবেদীন ডলার ব্যাচ-৮২, সালেক সাব্বির রুবেল ব্যাচ-৮২, এস.এম. হাবিবুর রহমান বাবুল ব্যাচ-৮২, ফ্লোরা পারভীন বুড়ি ব্যাচ -৮২, ডাঃ তাপস ব্যাচ ৮৩, ফাতেমা সুলতানা লিপি ব্যাচ-৮৩, শাহনাজ বেগম নাজু ব্যাচ -৮৪, মারুফ মেহেদি ব্যাচ -৮৪, তুষার মন্ডল ব্যাচ ৮৪, মালা দেব ব্যাচ-৮৪, বিলকিস ইরানী ব্যাচ -৮৫, রফিকুজ্জামান রেবু ব্যাচ -৮৫, মারুফ খন্দকার ব্যাচ-৮৫, শাহানুর আশরাফ জুয়েল ব্যাচ -৮৫, জামিল আহমেদ ব্যাচ-৮৫, উৎপল বিশ্বাস ব্যাচ-৮৬, রোখসানা বেগম লিপি ব্যাচ -৮৬, জয়তী রুদ্র ব্যাচ -৮৬, লিপি ইসলাম ব্যাচ -৮৬, খাইরুল ইসলাম দুলু ব্যাচ -৮৬, জুলিয়া জুলকারনাইন রত্না, রাশেদুজ্জামান বাবু ব্যাচ -৮৭, মুসাব খন্দকার ব্যাচ -৮৭, ইলা দেব ব্যাচ-৮৮, মামুন তিতাস টেলিকম, মনিরুজ্জামান জনি শেখ, তর্পন চক্রবর্তী ব্যাচ -৯১, ইউছুব আলমগীর ব্যাচ -৯২, রজব আলী (স্কুল গভঃ বডি), খালেদা বেগম ( স্কুল শিক্ষক), আল আমিন (স্কুল শিক্ষক), ইমন আরিফ ব্যাচ ৯৭, নিবেদিতা রায় জুঁই ব্যাচ-৯৮।
উপস্থিত সকলের কাছে পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন আহবায়ক কমিটি।
