
এসআই সেজে চুরি করা বাইকে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে চুয়াডাঙ্গা শহরের শেখপাড়া এলাকায় পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক। এসময় তার কাছ থেকে পুলিশের পোশাক এবং চুরি করা বাইকটি উদ্ধার করা হয়।
আটককৃত যুবকের নাম সোহেল রানা (২৪)। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের আজিবার মণ্ডলের ছেলে।
এসআই সেজে শেখপাড়ায় বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে তার কথা শুনে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদসস্যদের। যশোরের মনিরামপুর থানার এসআই বলে নিজের পরিচয় দেয় সোহেল।
কিন্তু মেয়ের পরিবারের লোকজন মনিরামপুর থানায় যোগাযোগ করে জানতে পারেন, সোহেল নামে কোনো এসআই নেই সেখানে। এরপর পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
এবারই প্রথম নয়, আগেও ভুয়া পুলিশ সেজে ধরা পড়েছে সোহেল রানা। তার বিরুদ্ধে প্রতারণার মামলাও হয়েছে।