
পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোটে সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আরেকটি ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ।
সরকার পিটিআইয়ের সাম্প্রতিক টুইটার প্রবণতা প্রকাশ করার পর সোমবার এই মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় মরিয়াম নওয়াজ লেখেন, ইমরান খানের আরেকটি মিথ্যা উন্মোচিত হয়েছের এবং আরেকটি ষড়যন্ত্র উন্মোচন করা হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে অপপ্রচার ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে মিথ্যাচার করা হয়েছিল সেগুলো কয়েকশ’ ফেক অ্যাকাউন্ট পরিচালনাকারী লোকের কাজ।
মরিয়াম তার টুইটে আরও লেখেন, অপরাধী চক্রটিকে নিয়ন্ত্রণ করেছে পিটিআই সরকার। আর টুইটারে এসব অপপ্রচারমূলক বার্তা ছড়ানোর কাজে নেতৃত্ব দিয়েছেন ইমরান খান নিজেই।
এর আগে এক সংবাদ সম্মেলনে মরিয়াম নওয়াজ ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে মিথ্যা প্রচারণা এবং পাকিস্তানের জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে পিটিআই।